ওপেনিং পজিশনে বাংলাদেশের অন্যতম নির্ভরতার নাম লিটন দাস। সামর্থ্য নিয়ে কোনো প্রশ্ন নেই। তার স্টাইলিস্ট ব্যাটিং চোখের আরাম দেয়। কিন্তু সমস্যা হলো ধারাবাহিকতায়। অন্যদিকে ‘মি. ডিপেন্ডেবল’ খ্যাত মুশফিকুর রহিমও ফর্মহীনতায় ভূগছেন। দল যার ওপর সবচেয়ে বেশি নির্ভর করে, সেই মুশফিক যেন ব্যাটিং করাই ভুলে গেছেন। বিশ্বকাপের মাঝে ফর্মহীনতায় ভোগা এই দুই তারকাকে নিয়ে অবশ্য অত চিন্তিত নন অধিনায়ক মাহমুদউল্লাহ।
স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৫ রান করেছিলেন লিটন। পরের ম্যাচে ওমানের বিপক্ষে করেন ৬ রান। গতকাল পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৩ বলে ২৯ রান করে আউট হন। এরপরও লিটনের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই মাহমুদউল্লাহর, ‘আমরা সবাই জানি ওর সামর্থ্য। সবাই ওর পাশে থাকি। খুবই ভালো একজন ক্রিকেটার। ওর যা স্কিল আছে, আন্তর্জাতিক পর্যায়ে পারফর্ম করার জন্য যথেষ্ট ভালো। প্রতিদিনই কষ্ট করছে ও। আমরা সবাই ওর পাশে থাকছি।’
মুশফিকের অবস্থাও করুণ। টানা ১১ ইনিংস ফিফটির দেখা পাননি। বিশ্বকাপে তিন ম্যাচে তার সংগ্রহ মোট ৪৯ রান। গত ২৭ ইনিংসে ফিফটি করেছেন মাত্র ১টি। গড় ১৬.৪৫, স্ট্রাইক রেট ১০২.৫৯। মুশফিককে নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমাদের কাউকে নিয়ে দুশ্চিন্তা নেই। ওরা সবাই অসাধারণ ক্রিকেটার। স্রেফ কয়েকটি ম্যাচে পারফর্ম করেনি দেখে বিশ্বাস হারাচ্ছি না। সম্ভবত বাইরে যারা আছে, তারা বিশ্বাস হারাতে পারে। দল থেকে আমরা ওদের পাশে ও সাথে আছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।