সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো যাচ্ছে না ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলির। গত সেপ্টেম্বরে নিজ থেকে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। পরে তাকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আর সবশেষ দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ হারের পর টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।
শুধু অধিনায়কত্ব ঘিরেই নয়, ব্যাট হাতেও ঠিক আগের ছন্দে নেই কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তার সবশেষ সেঞ্চুরি এসেছে প্রায় ২৬ মাস আগে। কোহলির এমন অবস্থার মাঝে নতুন আলোচনা নিয়ে এলেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার।
গত ৩-৪ বছর ধরে যেই চাপের মধ্যে রয়েছেন কোহলি, সেই অবস্থায় থাকলে বিয়েই করতেন না রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। পাকিস্তানের দৈনিক জাগরণে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেছেন, ‘আমি ওর (কোহলি) জায়গায় হলে বিয়ে করতাম না। কারণ আমি তখন রানের মধ্যে আছি এবং ক্রিকেটটা উপভোগ করছি। ক্রিকেটে এমন ১০-১২ বছর সময় থাকে। যা আর কখনও ফেরত আসে না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।