ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা একজন অলরাউন্ডারদের বাংলাদেশে সাকিব আল হাসান। ব্যাটে-বলে পারফর্ম করে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ দাপিয়ে বেড়াচ্ছেন তিনি। ১৫ বছরের ক্রিকেট ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড গড়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে সাকিবের পরিবার যুক্তরাষ্ট্রে থাকায় জৈব সুরক্ষা বলয়ের কারণে সব ফরম্যাটে খেলা বেশ খানিকটা কঠিন হয়ে গেছে তার জন্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব নিজেও জানিয়েছেন, একসঙ্গে তিন ফরম্যাট খেলা প্রায় অসম্ভব।

ইঙ্গিত দিয়েছিলেন টেস্ট ক্রিকেট ছাড়ার। এবার সাকিবের বিষয়টি নিয়ে আলোচনা করলেন স্বয়ং বিসিবি সভাপতি। বেসরকারি এক টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে নাজমুল হাসান পাপন বলেন, “টেস্ট ক্রিকেট ছেড়ে দিতে পারে- এরকম আমরা শুনিনি। মানে আমার সঙ্গে কোনো কথা হয়নি বা এমনকি কেউ বলেনি।

তবে ওর ব্যাপারে একটা অনিশ্চয়তা তো আছেই।” তিনি আরও বলেন, “আমার সঙ্গে ওর সর্বশেষ যে কথা হয়েছে, যতদূর জানি এখন থেকে নিয়মিত খেলবে সব ফরম্যাটেই। আমরা সবসময় বলে আসছি নিঃসন্দেহে ও আমাদের সেরা খেলোয়াড়। কিন্তু সেরা খেলোয়াড় হয়ে লাভ নেই, যদি না খেলে দেশের জন্য।”