আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ায় দেশে ফিরে এসেছেন সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান। দুজনকেই বিমানবন্দর থেকে সোজা পাঠানো হয়েছে কোয়ারেন্টিন সেন্টারে।
কিন্তু তার কলকাতা নাইট রাইডার্সের সতীর্থরা একের পর এক আক্রান্ত হচ্ছেন করোনায়। যে কারণে সাকিবের সুস্থতা নিয়ে সন্দেহ দানা বাঁধছে। গত এক মাসে তার ২০-২২ বার করোনা পরীক্ষা হয়েছে। আজও আরেকটা পরীক্ষায় নেগেটিভ ফল পেয়েছেন সাকিব। তারপরেও জাগে শঙ্কা।
গত সপ্তাহে কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী ও পেসার সন্দ্বীপ ভারিয়ের করোনায় আক্রান্ত হন। এর একদিন পর আইপিএল স্থগিত হয়ে যায়।
চার ফ্র্যাঞ্চাইজিতে অনেকেই এখন আক্রান্ত। আজ শনিবার সকালে জানা যায়, নাইট রাইডার্সের কিউই উইকেটকিপার ব্যাটসম্যান টিম সেইফার্ট করোনায় আক্রান্ত। সকাল গড়িয়ে দুপুর আসতেই ফের সংবাদ আসে, ভারতীয় পেসার প্রসিদ্ধ কৃষ্ণও কোভিড-১৯ পজিটিভ হয়েছেন! এই নিয়ে কলকাতার চার ক্রিকেটার করোনা পজিটিভ হলেন।
বাস্তবতা হলো, এই ক্রিকেটারদের সঙ্গে কলকাতার ড্রেসিংরুমে অনেক সময় কাটিয়েছেন সাকিব। যদিও বাংলাদেশে আসার আগে তিনি কোভিড নেগেটিভ হয়েই ভাড়া করা বিমানে ওঠেন। ঢাকা বিমানবন্দরে পা রেখে তিনি সোজা চলে যান কোয়ারেন্টিন হোটেলে। আগামী ১৪ দিন তার সেখানেই থাকার কথা। যদিও কোয়ারেন্টিন মেয়াদ কাঁটছাট করার চেষ্টা করছে বিসিবি। এদিকে আজ শনিবার প্রথমবারের মতো বাংলাদেশে ধরা পড়েছে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট। যা অন্যান্য ভ্যারিয়েন্টের চেয়ে ১০ গুণ শক্তিশালী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।