দীর্ঘদিন আবার দেশের ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের সাবেক কোচ স্টিভ রোডস। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পরামর্শক হয়েছেন। দুই বছরেরও বেশি সময় হয়েছে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে নেই তিনি। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বললেন, ‘আমি বাংলাদেশে আমার সময়টা খুব উপভোগ করেছি। সামনের পাঁচটি সপ্তাহ কুমিল্লার সঙ্গে থাকব।

আমি বাংলাদেশ ক্রিকেটে কী হচ্ছে, আপনারা বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিসের ভেতর দিয়ে গিয়েছেন সবই পর্যবেক্ষণ করেছি।’ তবে নিজের বিদায় ও বিসিবির সিদ্ধান্তগুলো নিয়ে কথা বলতে নারাজ তিনি। ইংল্যান্ড বিশ্বকাপের পর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে যাত্রা থেমে যায় কোচ রোডসের।

রোডস জানালেন, বাংলাদেশ এগিয়ে গেলেই তৃপ্তি পাবেন তিনি, ‘আমি আসলে বিসিবি বা অন্য কিছু নিয়ে কোনো কথোপকথন টেনে আনতে চাই না। আমি মনে করি না যে এটি ন্যায্য হবে।

ওটা অতীত। আমি এটুকুই বলতে চাই যে বিশ্বকাপের ম্যাচগুলোয় যদি আপনি দেখেন, শুধু পাকিস্তান ম্যাচ বাদে বাকি সব ম্যাচেই আমরা দারুণ খেলেছিলাম। এমনকি ইংল্যান্ড ও ভারতের কাছে হারের ম্যাচগুলোতেও। তাতে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যায়নি।’