![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/ebc77156-00d1-4a6d-9b60-1be9925e0775_wl.jpg)
ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এবার সাকিব আল হাসান ও তার দলের হেড কোচ হয়েছেন খালেদ মাহমুদ সুজন। তবে দল বদলেছেন দুজনেই। বরিশাল ফরচুনে গেছেন তারা। দল নিয়ে কথা বলতে গিয়ে সুজন জানিয়েছেন, সাকিব যে দলে আছেন, সেই দলকে নিয়ে এগিয়ে যেতে সহজ হয়।
সাকিবের সঙ্গে কাজ করতে সবসময়ই ভালো লাগে তার। ফরচুন বরিশাল কর্তৃক সরবরাহকৃত ভিডিওবার্তায় সুজন বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে কাজ করার জন্য আমি খুবই রোমাঞ্চিত। যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি।
তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।’ ফরচুন বরিশাল স্কোয়াড: সাকিব আল হাসান, কাজী নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান রানা, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, জিয়াউর রহমান,
শফিকুল ইসলাম, সৈকত আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম, সালমান হোসেন ইমন, ইরফান শুক্কুর ও মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), মুজিব উর রহমান (আফগানিস্তান), ডোয়াইন ব্রাভো (ওয়েস্ট ইন্ডিজ), আলঝারি জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ) ও জ্যাক লিনট (ইংল্যান্ড)।
বি/ সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।