রশিদুল ইসলাম রিপন, লালমনিরহাট প্রতিনিধিঃ ‘ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল’ এই স্লোগানকে ধারণ ধরে অবশেষে মাঠে গড়ালো সেবা নীড়ের পরিচালক সাজু খাঁন এর উদ্যোগে আয়োজিত বহুল কাঙ্ক্ষিত প্রীতি ক্রিকেট ম্যাচ।

শুক্রবার ৩১ ডিসেম্বর, বিকাল ৩টার লালমনিরহাট জেলা সদরের মহেন্দ্রনগর, কদমতলা উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত ম্যাচটি অতি উত্তেজনার সহিত অনুষ্ঠিত হয়। খেলায় আব্দুল কাহ্হার সিদ্দিকী অঙ্কুর এর নেতৃত্বে ১১ সদস্যের দল নিয়ে মাঠে নামে সেবা নীড় লড়াকু বড়বাড়ি ইউনিয়ন। অপরদিকে খাইরুল কবির এর অধিনায়কত্বে ১১ জন খেলোয়াড় নিয়ে মাঠে নামে সেবা নীড় শক্তিশালী মহেন্দ্রনগর ইউনিয়ন। টস জিতে শুরুতেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় মহেন্দ্রনগর।

উক্ত প্রীতি ম্যাচের সার্বিক সহযোগিতায় ছিলেন সেবা নীড় মহেন্দ্রনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম বাবু। খেলায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন সেবা নীড় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সবুজ আহমেদ মিজান এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেবা নীড় উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রশিদুল ইসলাম। এছাড়া খেলায় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সেবা নীড়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং সেবা নীড় সবদিক থেকেই উত্তরোত্তর সাফল্য লাভ করবে এই প্রত্যাশা ব্যক্ত করেন।