অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডঅ্যান্টিগাস স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১১২ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ১০৩ রানে অলআউট হওয়া টাইগাররা ২ উইকেটে ৫০ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে। ক্যারিবীয়দের ২৬৫ রানে থামিয়ে দিয়ে শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অবশ্য প্রথম ইনিংসের মতো বাজে হয়নি।
উদ্বোধনী জুটিতে মাহমুদুল হাসান জয় ও তামিম ইকবাল তুলে ফেলেছিলেন ৩৩ রান। এরপরই আলজারি জোসেফের বলে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভা বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত এক ক্যাচ নিয়ে সাজঘরে ফেরান তামিমকে। ৩১ বলে ২২ রান আসে তামিমের ব্যাট থেকে।
তিন নম্বরে নামানো হয় মেহেদী হাসান মিরাজকে। তবে সেই কৌশল কাজে আসেনি, ৬ বলে ২ রান করে আলজেরি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। এরপর দিনের বাকিটা সময় কাটিয়ে দিয়েছেন নাজমুল হাসান শান্ত ও মাহমুদুল হাসান জয়। শান্ত ২৩ বলে ৮ ও জয় ৬০ বলে ১৮ রান নিয়ে অপরাজিত আছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।