জিম্বাবুয়ে সফরের পর এশিয়া কাপ। এরপর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি ২০ ম্যাচ খেলে বাংলাদেশ দল এখন নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়ায় টি ২০ বিশ্বকাপের আগে ক্রাইস্টচার্চে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। গত কয়েক মাসে দলে ও কোচিং স্টাফে একাধিক পরিবর্তন এলেও টি ২০ সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্সে নেই কোনো উন্নতির ছাপ। স্বস্তি বলতে এটুকুই যে, দল খেলার মধ্যে আছে।

বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার কাছাকাছি কন্ডিশনে নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে বিশ্বকাপের আদর্শ প্রস্তুতির মঞ্চ হিসাবে দেখছেন বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স। আগামী শুক্রবার পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। তার আগে মঙ্গলবার লিংকনে প্রথমদিনের অনুশীলন শেষে দলের বর্তমান অবস্থান ও বিশ্বকাপ প্রস্তুতির কথা জানালেন সিডন্স।

প্রশ্ন : টি ২০তে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স আশাব্যঞ্জক নয়। ত্রিদেশীয় সিরিজ দলের বিশ্বকাপ প্রস্তুতিতে কতটা সহায়ক হবে?
সিডন্স : এরচেয়ে ভালো প্রস্তুতি আর হতে পারে না। নিউজিল্যান্ড গত টি ২০ বিশ্বকাপের ফাইনালিস্ট। পাকিস্তানও এই সংস্করণে দারুণ দল। যদি তাদের চ্যালেঞ্জ জানাতে পারি, তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তুত হয়ে যাব আমরা।