অস্ট্রেলিয়ায় রোববার (১৬ অক্টোবর) থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসর। শ্রীলঙ্কা–নামিবিয়া ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। এরই মধ্যে বিশ্বকাপে অংশগ্রহণ করা সকল টিম পৌঁছেছে অস্ট্রেলিয়াতে।
শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৯টা ৪৫ মিনিটে ব্রিসবেন পৌঁছেছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। এর আগে, আইসিসি আয়োজিত ফটোসেশনে অংশ নিতে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ত্রিদেশীয় সিরিজ শেষ করেই অস্ট্রেলিয়ায় পাড়ি জমান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
আজ বিশ্রামে থেকে আগামীকাল অনুশীলনে নামার কথা রয়েছে বাংলাদেশ। ১৭ ও ১৯ অক্টোবর দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। ১৭ তারিখ আফগানিস্তান ও ১৯ তারিখ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বাংলাদেশের মূল বিশ্বকাপ মিশন শুরু হবে ২৪ তারিখ, পাকিস্তানের বিপক্ষে।
এদিকে দলছুট হয়ে সাকিব গতকালই চলে এসেছিলেন অস্ট্রেলিয়ায়। আজ মেলবোর্নে বিশ্বকাপে অংশ নেয়া বাকি দলগুলোর অধিনায়কদের সাথে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।