শঙ্কা ছিল, কোচ রাসেল ডমিঙ্গো আবার ফিরবেন কি না? বিসিবি যে প্রক্রিয়ায় তাকে টি-টোয়েন্টি ক্রিকেটের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে তা মানতে পারবেন কি না? হাসিমুখে ছুটি নিয়ে বাংলাদেশ থেকে বিদায় নিলেও আর ফিরবেন না রাসেল ডমিঙ্গো।
দক্ষিণ আফ্রিকা থেকে হোয়াটসআপ বার্তায় বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, বাংলাদেশে ফেরা হচ্ছে না তার। কেন? সেই উত্তরটা বিসিবির কাছ থেকে নিতে বলেছেন ডমিঙ্গো।
বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে তার কোচিং দর্শন মেলে না বলে তাকে টি-টোয়েন্টি থেকে সরিয়ে দিয়েছে বিসিবি। ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত তাকে টেস্ট ও ওয়ানডের দায়িত্ব চালিয়ে যেতে বলা হয়।
গণমাধ্যমের সামনে মুখোমুখি হয়ে বিসিবির এ সিদ্ধান্তকে মাথা পেতে নিলেও পরবর্তী এক সাক্ষাৎকারে বিসিবির নানাবিধ কর্মকান্ড নিয়ে মুখ খুলেন ডমিঙ্গো। তাতে বোঝা যাচ্ছিল ডমিঙ্গোর বাংলাদেশের অধ্যায় শেষ। সেই ধারণাই সত্যি হলো।
চলতি বছরের নভেম্বর পর্যন্ত তার চুক্তির প্রথম বছর শেষ হওয়ার আগেই ডমিঙ্গো নিজ থেকে দায়িত্ব ছাড়ছেন। তার বিষয়ে আজ দুপুরে বোর্ড আনুষ্ঠানিকভাবে নিজেদের প্রতিক্রিয়া জানাবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।