জাতীয় দলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে ও টেস্ট থেকে এখনও অবসর নেননি। ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলেছেন তিনি। এখন আর জাতীয় দলের বিবেচনায় নেই। মাশরাফি নিজেও বলছেন, দেশের জার্সি গায়ে তোলার স্বপ্নে এখন খেলেন না আর।
এবারের বিপিএলে সিলেট স্ট্রাইকার্স ফাইনালে উঠেছে মাশরাফির নেতৃত্বে। নেতৃত্বের ধার যে এতটুকুও কমেনি, সেটিই স্পষ্ট এতে। বৃহস্পতিবার ফাইনালে সিলেট খেলবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে।
এর আগে অবসর প্রসঙ্গ মাশরাফি বলেছেন, ‘আমি তো অনেক আগেই বলেছি, জাতীয় দলে খেলার আশা করি না। আমি যতক্ষণ উপভোগ করছি, যতক্ষণ শরীর সাপোর্ট দিচ্ছে, আমি খেলছি। এখনও অবধি দিচ্ছে। কাউকে বলে ক্রিকেট থেকে সরার ইচ্ছে আমার নেই। কাউকে বলে বা প্রেস কনফারেন্স করে ক্রিকেট থেকে সরে যাওয়ার ইচ্ছে নেই। যদি টুর্নামেন্টের ভেতরে মনে হয় খেলব না, তাহলে খেলব না। এমন আলোচনা আপাতত কেয়ার করার দরকার আছে বলে মনে করি না।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।