এখন আর আইপিএলে খেলেন না ক্রিস গেইল। তবে তার কীর্তি এখনও কেউ ভাঙতে পারেনি। এত দিন পরে আবার তার সেই ১৭৫ রানের ইনিংসের প্রসঙ্গ তুললেন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার নিজের সেই ইনিংসকে তুলনা করলেন উসাইন বোল্টের ১০০ মিটারের বিশ্বরেকর্ডের সঙ্গে। আরও জানালেন, সেই ইতিহাসের অংশ হতে পেরে তিনি গর্বিত।

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে সেদিন গেইলকে খুনে মেজাজে পাওয়া গিয়েছিল। পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ম্যাচে মাত্র ৩০ বলে নিজের শতরান পূরণ করেন। শেষ পর্যন্ত ৬৬ বলে ১৭৫ রানে অপরাজিত থাকেন তিনি।

মনে হয় বিশ্ব যেন থেমে গিয়েছিল। উসাইন বোল্ট যেবার ১০০ মিটারে বিশ্বরেকর্ড করেছিল এবং বাকি বিশ্ব থমকে গিয়েছিল, এটাও ঠিক সে রকমই। আমি এই ইতিহাসের অংশ হতে পেরে গর্বিত। ১০০ রান করেছিলাম ৩০ বলে।”