২৪ বছর পর পাকিস্তানে সফর করেছে অস্ট্রেলিয়া। এই সফরে টেস্ট সিরিজে জিতলেও স্বাগতিক পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজে হারতে হয়েছে সফরকারীদের। ২-১ ব্যবধানে পাকিস্তানের ওয়ানডে সিরিজ জয়ের পথে অনবদ্য ভূমিকা রাখেন ইমাম-উল-হক।
২৬ বছর বয়সী পাকিস্তানি এই ব্যাটার অজিদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে করেন দুই সেঞ্চুরি। প্রথম ম্যাচে ১০৩ রানের পর দ্বিতীয় ম্যাচে করেন ১০৬। লাহোরে সিরিজের তৃতীয় ও সিরিজ নির্ধারণী ম্যাচ করেন অপরাজিত ৮৯ রান। এই ইনিংস খেলে একটি রেকর্ডও গড়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার ইনজামাম-উল-হকের ভাতিজা।
এই সিরিজে ২৯৮ রান করে ইমাম ভেঙে দিয়েছেন গ্রাহাম গুচের ৩৭ বছরের পুরোনো রেকর্ড। ১৯৮৫ সালে অজিদের বিপক্ষে সিরিজে ২৮৯ রান করেছিলেন সাবেক ইংলিশ ব্যাটার। যা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেকোনো ব্যাটারের সর্বোচ্চ সংগ্রহ। লাহোরে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ৯ রান বেশি নিয়ে গুচের সেই রেকর্ড ভাঙলেন ইমাম।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকেও পা রেখেছেন পাকিস্তানি ওপেনার। দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলার রেকর্ড ভেঙে ওয়ানডেতে দ্রুততম ৯ সেঞ্চুরির রেকর্ড এখন তার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।