চলতি মাসের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজে তিনটি ওয়ানডে খেলবে ভারত। এই সিরিজ থেকে বিশ্রাম পেয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ২২ জুলাই থেকে ২৭ জুলাই হতে যাওয়া এই তিন ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান, রবীন্দ্র জাদেজা তার সহঅধিনায়ক।
১৬ জনের এই দলে তরুণের ছড়াছড়ি। রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, সূর্যকুমার যাদব ও শ্রেয়াস আইয়ার জায়গা পেয়েছেন। সাঞ্জু স্যামসন ও ইশান কিষাণও আছেন দলে। আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ সেঞ্চুরি হাঁকানো দীপক হুদাকে অন্তর্ভুক্ত করা হয়েছে দলে।
ভারতের দল
শিখর ধাওয়ান (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহঅধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, শুভমান গিল, দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ার, ইশান কিষাণ (উইকেটকিপার), সাঞ্জু স্যামসন (উইকেটকিপার),
শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, আবেশ খান, প্রসিধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, আর্শদীপ সিং।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।