বাংলাদেশ কি জিততে পারে? সম্ভাবনা ক্ষীণ। তবুও একদম ছিটকে দেওয়া যাচ্ছে না মাঝ থেকে, এটাই বোধ হয় দিনের একটি ভালো সেশনের প্রাপ্তি।

আড়াই দিনেই শেষ হবার সম্ভাবনা ছিল অ্যান্টিগা টেস্ট। সেখান থেকে চতুর্থ দিনে গড়ালো বাংলাদেশ-উইন্ডিজের প্রথম টেস্টের ভাগ্য। যে ম্যাচটায় ইনিংসে জয়ের প্রবল সম্ভাবনা ছিল ক্যারিবীয়দের, সেই টেস্ট সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের দুর্দান্ত একটা জুটি দ্বিতীয়বার ব্যাটিংয়ে নামালো স্বাগতিকদের।

আক্রমণাত্মক অথচ নিয়ন্ত্রিত সব শটে বাংলাদেশকে এগিয়ে নেন সাকিব। সোহান মাঝেমধ্যে গড়বড় করলেও ঠিকঠাকই সঙ্গ দিচ্ছিলেন সাকিবকে। কিন্তু বাংলাদেশের দারুণ চলতে থাকাটা থমকে যায় দ্বিতীয় নতুন বল নেওয়ার পর। কেমার রোচের বলে ব্র্যাথওয়েটের হাতে ক্যাচ দেন দেন সাকিব। ভেঙে যায় তার সঙ্গে সোহানের ১২৩ রানের জুটি।

ক্যারিবীয়দের দেয়া ১৬২ রানের লিড টপকাতে নেমে দ্বিতীয় ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশকে ম্যাচে ফেরান সাকিব-সোহান। দুজনেই তুলে নেন অর্ধশতক। দুজনের ১২৩ রানের জুটি ভাঙার আগে সাকিব খেলেন ৬৩ রানের ইনিংস।

সোহান করেন ৬৪ রান। প্রথম ইনিংসে ১০৩ রানে অল-আউট হওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করে লিড দেয় ৮৪ রানের। উইন্ডিজের পক্ষে রোচ নেন ৫ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন জোসেফ, ২ উইকেট নেন কাইল মেয়ার্স।