জাতীয় দলের সাবেক ক্রিকেটার প্রয়াত মোশারফ হোসেন রুবেলের কবর স্থায়ীভাবে সংরক্ষণ করার অনুমোদন দেয়া হয়েছে। গতকাল সোমবার (২৫ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এ অনুমোদন দেন।

এর আগে রুবেলের স্ত্রী চৈতি ফারহানা তার স্বামীর কবরটি স্থায়ীভাবে সংরক্ষণের জন্য মেয়রের প্রতি মৌখিকভাবে অনুরোধ জানিয়েছিলেন। ডিএনসিসির মেয়র মিডিয়ার মাধ্যমে বিষয়টি জেনে কবরটি সংরক্ষণ করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১৯ সালে মোশাররফ হোসেন রুবেলের ব্রেনে টিউমার ধরা পড়ে। প্রায় দেড় বছরের চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়ে উঠছিলেন তিনি। হঠাৎ করে এমআরআই করে জানতে পারেন, তার মাথায় টিউমারটি আবার বাড়তে শুরু করেছে।

তারপর থেকে চলছিল কেমোথেরাপি। ক্যানসারের সঙ্গে লড়াইয়ে হেরে ১৯ এপ্রিল মারা যান রুবেল। তার বয়স হয়েছিল ৪০ বছর। তাকে দাফন করা হয় রাজধানীর বনানী কবরস্থানে।

নিয়ম অনুযায়ী এখানে কবরের স্থায়িত্বকাল দুই বছর। কিন্তু, রুবেলের স্ত্রী চৈতি ফারহানা তার স্বামীর কবর স্থায়ীভাবে সংরক্ষণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুতি জানিয়েছিলেন।

তবে ঘরোয়া ক্রিকেটে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এ স্পিন বোলিং অলরাউন্ডার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে ১৯ বার ইনিংসে পাঁচ উইকেটসহ মোট ৩৯২ উইকেট শিকার করেছেন তিনি। ব্যাট হাতে দুই সেঞ্চুরিতে করেছেন ৩৩০৫ রান।

এছাড়া সীমিত ওভারের ক্রিকেটে ১০৪ ওয়ানডেতে ১২০ উইকেটের সঙ্গে ১৭৯২ রান এবং ৫৬ টি-টোয়েন্টিতে ৬০ উইকেটের সঙ্গে ৬২ রান করেছেন তিনি। সবশেষ ২০১৯ সালের বিপিএলে স্বীকৃত পর্যায়ে ম্যাচ খেলেছেন রুবেল।