এশিয়া কাপের সুপার ফোরে শ্বাসরূদ্ধকর ম্যাচে আফগানিস্তানকে হারায় পাকিস্তান। নাটকীয়তায় ভরপুর সেই ম্যাচ জয়ের সঙ্গে সঙ্গে বুনো উল্লাসে মাতে পাকিস্তানের ক্রিকেটভক্তরা। আর দেশটির পেশোয়ারে এই উল্লাসের মাত্রা এতোটাই ছাড়িয়ে যায় যে, সেখানে ২ জন নিহত ও তিনজন আহত হওয়ার ঘটনাও ঘটেছে।

আরোও পড়ুন: কেশবপুরে বেড়েই চলেছে কিশোর গ্যাং তৎপরতা, আতঙ্কিত জনগন

যাত্রী ছাউনিতে ৫ কোটি ২১ লাখ টাকা অপচয়

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভি ও খালিজ টাইমসে প্রকাশ, পেশোয়ারের মাতনি আদিইজাই নামে এলাকায় পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে কয়েক রাউন্ড গুলি চালান এক ব্যক্তি। আর সে গুলি গিয়ে লাগে তার ছেলে ও ছেলের বন্ধুর গায়ে। ঘটনাস্থলেই তারা মারা যান। আরেক ঘটনায় পেশোয়ারের কোলতা মহসিন খান এলাকায় গুলিবিদ্ধ হন তিন নারী।তারা আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।

এ ঘটনায় অন্তত ৪১ ব্যক্তিকে গ্রেফতার করেছে পেশোয়ার পুলিশ। আনন্দ উল্লাসের বদলে এখন শোকের মাতম চলছে পেশোয়ারে। এ খবরে গোটা পাকিস্তানজুড়েই নেমেছে শোকের ছায়া।

বুধবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে আফগানিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল পাকিস্তান। পাক বোলারদের দাপটে মাত্র ১২৯ রানেই শেষ হয়ে যায় আফগানদের ইনিংস।

তাদের হয়ে সর্বোচ্চ রান ইব্রাহিম জাদরানের। তিনি ৩৭ বলে ৩৫ রান করেন। এছাড়া হজরতুল্লাহ জাজাইয়ের ২১ রানের বাইরে কেউ ২০ রানের গণ্ডি টপকাতে পারেননি।

মামুলি রান তাড়ায় পাকিস্তানও ব্যাটিং বিপর্যয়ে পড়ে। আফগান বোলারদের পাল্টা দাপটে ১৮.৫ ওভারে ১১৮ রানে পাকিস্তানের ৯ উইকেট পড়ে যায়। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১১ রানের। ক্রিজে ছিলেন না স্বীকৃত কোনো ব্যাটার। জয়ের অপেক্ষায় যখন বুঁদ আফগানিরা তখন ১৯তম ওভারের প্রথম ২ বলে ২টি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতিয়ে দেন নাসিম শাহ।

পাকিস্তানের এমন জয় মেনে নিতে পারেনি আফগান সমর্থকরা। তারা গ্যলারিতেও তুমুল ভাঙচুর করে, হামলা চালায় পাকিস্তানি সমর্থকদের ওপরও।