জয়সুরিয়া, জয়াবর্ধনেদের শ্রীলংকা এখন আর নেই। সে সময় দলটির কাছে পাত্তাই পেত না বাংলাদেশ। তবে বর্তমান শ্রীলংকাকে বলে কয়ে হারায় অনেক দলই। টি-টোয়েন্টির মতো ফরম্যাটেও শ্রীলংকার সাথে সমানে সমানে লড়াই করে বাংলাদেশ।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে সবশেষ ৬ ম্যাচে তিনটি করে জয় দুই দলেরই। এমন পরিসংখ্যানকে সামনে রেখেও বাংলাদেশের বোলিং নিয়ে কটাক্ষ করেন দাসুন শানাকা।
সাকিব আর মোস্তাফিজ ছাড়া বাংলাদেশ দলে বিশ্বমানের বোলার নেই বলে বিস্ফোরক মন্তব্য করেন লঙ্কান অধিনায়ক। শানাকার এমন হেয় করা মন্তব্যের জবাব ক্রিকেটাররা না দিলেও খালেদ মাহমুদ চুপ থাকেননি।
দুবাইয়ে আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বুধবার সংবাদ সম্মলেন প্রতিপক্ষ দল নিয়ে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশের টিম ডিরেক্টর বলেন, ‘আমি জানি না, দাসুন শানাকা এটি কেন বলেছে! অবশ্যই টি-টোয়েন্টিতে আফগানিস্তান ভালো স্কোয়াড। সে (শানাকা) বলেছে— আমাদের শুধু দুজন (বিশ্বমানের) বোলার আছে, তাই না? আমি তো শ্রীলংকার বোলারই দেখি না।’
আর সুজনের বক্তব্যের এ অংশটার ভিডিও টুইট করে শ্রীলংকার ক্রিকেটবিষয়ক খবরের ওয়েবসাইট ক্রিকওয়্যার। সেটি দেখে খেপেছেন শ্রীলংকার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। নিজের টুইটারে ক্রিকওয়্যারের টুইটটি শেয়ার করেছেন তিনি।
এরপর লিখেছেন, ‘মনে হচ্ছে শ্রীলংকারর বোলারদের নিজেদের মান দেখানোর সময় এটা। আর ব্যাটারদের সময় এসেছে এটা দেখানোর যে মাঠে তারা কেমন…।’
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। তার আগে কথার লড়াইয়ে বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে একটা দ্বৈরথ তৈরি হয়েছে – এ কথা বলছেন অনেকে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।