রাজনৈতিক অস্থিরতার কারণে শ্রীলঙ্কায় এবার হচ্ছে না এশিয়া কাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টির এই প্রতিযোগিতা হবে সংযুক্ত আরব আমিরাতে।
অবশ্য আয়োজক মর্যাদাটা থাকছে শ্রীলঙ্কার কাছেই। এসিসি জানিয়েছে, ‘এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপ ২০২২ দ্বীপরাষ্ট্র থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শ্রীলঙ্কাই থাকবে আয়োজক, কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেট হবে সংযুক্ত আরব আমিরাতে। টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট। এসিসি ২২ জুলাই পূর্ণ সূচি ঘোষণা করবে।’
২০২২ সালের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হবে ২৭ আগস্ট, চলবে ১১ সেপ্টেম্বর পর্যন্ত। আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে অংশ নেবে বাছাই উতরে যাওয়া একটি দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।