ফারুক আহমেদ, উপজেলা প্রতিনিধিঃ খেলাধুলা করব, সুস্থ জীবন গড়ব এই শ্লোগান সামনে রেখে লালমনিরহাটে শেখ কামাল স্টেডিয়ামে ১ম বিভাগ ক্রিকেট উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি (সোমবার ) সকালে জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট-লীগ ২০২২-২০২৩ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আহাদ খন্দকার লেনিন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লালমনিরহাট মোহাম্মদ সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ- সভাপতি জেলা ক্রীড়া সংস্থা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ আফরোজা খাতুন, পৌর মেয়র, রেজাউল করিম স্বপন, সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মোফাজ্জল হোসেন, সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা সাখাওয়াত হোসেন সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা মোড়ল হুমায়ুন কবির, সহ-সভাপতি জেলা ক্রীড়া সংস্থা সাখাওয়াত হোসেন সুমন খাঁন প্রমুখ।
১ম বিভাগ ক্রিকেট লীগে ৬-৬ দুইভাগে মোট ১২ টি দলের অংশগ্রহণ করে ফাইনাল সহ লীগের ৩৩ খেলার সমাপনি অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।