দেশের ক্রীড়াপ্রেমীদের জন্য দারুণ এক রাত অপেক্ষা করছে আজ। কেননা আজ একইসময়ে মাঠে নামছে বাংলাদেশের তিনটি দল। রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি। একইসময় রোড সেফটি সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ লিজেন্ডস দল। রাত ৯টায় নারী টি২০ বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে যাওয়া প্রথম লক্ষ্য ছিল বাংলাদেশের। সেই লক্ষ্য পূরণের খুব কাছে এখন বাংলাদেশ নারী দল। বিশ্বকাপ নিশ্চিত হওয়ার পাশাপাশি বাছাইপর্বের ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে জিতলেই গ্রুপ চ্যাম্পিয়নের তকমা নিয়ে খেলা হবে মূল পর্বে।

গত টি২০ বিশ্বকাপ থেকেই আমিরাতে ভালো করতে পারছে না বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়া কাপ মিলে টানা ৭ ম্যাচ হেরেছে। পরাজয়ের বৃত্ত ভাঙার মোক্ষম সুযোগ আমিরাতের বিপক্ষে সিরিজ জিতে।

আরোও পড়ুন: 

পূর্ব নির্ধারিত সমাবেশ কর্মসূচির স্থান পরিবর্তন বিএনপির

যেভাবে কমাবেন অফিসে ঘুম ঘুম ভাব

গত এক বছরে দেশে-বিদেশে একটিও সিরিজ জিততে পারেনি তারা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে জিম্বাবুয়ের কাছে ২-১ ব্যবধানে সিরিজ হার, আফগানিস্তান ও শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়ে এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ায়। নতুন কোচ শ্রীধরন শ্রীরাম চেষ্টা করছেন খেলোয়াড়দের আত্মবিশ্বাসের তলানি থেকে টেনে তুলতে, ‘ইমপ্যাক্ট ব্যাটিং’ স্লোগান সামনে রেখে ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতায় নিয়ে যেতে। এশিয়া কাপে যেটা হয়নি, আমিরাতের বিপক্ষে সেটাই করতে চান ক্রিকেটাররা।

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে থাকায় জিম্বাবুয়ে সিরিজের মতো আমিরাতের বিপক্ষেও দলের নেতৃত্ব দেবেন সোহান। সেদিক থেকে পঞ্চপাণ্ডববিহীন টাইগারদের প্রথম সিরিজ এটি।

দুই জাতীয় দলের বাইরে ভারতের আমন্ত্রণমূলক রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের মুখোমুখি হবে মোহাম্মদ শরীফের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস দল। এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে তিনটিই হেরেছে বাংলাদেশ লিজেন্ডস।