ওয়াসিম খানকে গুরুত্বপূর্ণ পদে বসালো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। জেনারেল ম্যানেজার (মহাব্যবস্থাপক) হিসেবে তাকে নিয়োগ দিয়েছে আইসিসি।
গতকাল শুক্রবার (২২ এপ্রিল) ঘোষণা দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। আট বছর দায়িত্ব পালন করার পর গত নভেম্বরে পদত্যাগ করা আইসিসির মহাব্যবস্থাপক জিওফ অ্যালার্ডিসের কাছ থেকে দায়িত্ব নিয়ে আগামী মে মাস থেকে দায়িত্ব শুরু করবেন ওয়াসিম খান। আইসিসির ওয়েবসাইটে বলা হয়,
এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন ওয়াসিম। সেসময় পাকিস্তানে ক্রিকেট ফেরাতে তার উদ্যোগ ছিল প্রশংসিত। রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ার পর দায়িত্ব ছাড়েন তিনি।
এছাড়া ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব ও চান্স টু শাইনের হয়েও একই দায়িত্ব সামলেছেন ওয়াসিম। আগামী মাসে আইসিসির মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন তিনি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।