সিরিজ হারার পর তৃতীয় ওয়ানডেতে ১৯৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছেন আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও রিয়াজ হাসান। এই জুটির কাছে যেন পাত্তাই পাচ্ছে না সাকিব মুস্তাফিজরা। রান তাড়া করতে নেমে শুরু থেকেই দেখে খেলে দলকে এগিয়ে দিচ্ছেন দুই ওপেনার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ১২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৮ রান। এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।

এই ম্যাচে অপরিবর্তিত একাদশেই নামে টাইগাররা। ৪৬.৫ ওভারে অল আউট হওয়ার আগে ১৯২ রান সংগ্রহ করে বাংলাদেশ।

স্কোরকার্ড:
বাংলাদেশ: ১৯২/১০…ওভার: ৪৬.৫ (লিটন ৮৬, সাকিব ৩০

 

 

কলমকথা/ বিথী