ওয়ানডে বিশ্বকাপে রেকর্ড পাঁচবার চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এখনো টি-টোয়েন্টির ট্রফি ধরে দেখতে পারেনি। এবার সেই খরা কাটবে বিশ্বাস করেন তাদের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রিকি পন্টিং। বৃহস্পতিবার (১৯ আগস্ট) টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা করে অস্ট্রেলিয়া।
স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়ে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে অভিযাত্রা শুরু হবে তাদের। এছাড়া কাউন্টিতে দারুণ ব্যাটিং করা জশ ইংলিস ও অভিষেকে হ্যাটট্রিক করা নাথান এলিসের মতো তরুণ খেলোয়াড়রাও আছেন।
এই দলকে নিয়ে টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন পন্টিং, ‘দলে ইংলিসকে সুযোগ পেতে দেখে খুব ভালো লাগছে। সে মজা করে রান করতে পারে। এলিসও যদি একাদশে খেলতে পারে সেটা হবে দারুণ গল্প। তার শুরুটা দারুণ ছিল। সব মিলিয়ে এটা চমৎকার খেলোয়াড়দের নিয়ে গড়া স্কোয়াড, আমি মনে করি তারা বিশ্বকাপ জিততে সক্ষম।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের ছয় আসরে অস্ট্রেলিয়ার সেরা সাফল্য ২০১০ সালের ফাইনাল। ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে রানার্সআপ হয় তারা। সেমিফাইনালও খেলেছে দুইবার। আগামী ২৩ অক্টোবর আবুধাবি স্টেডিয়ামে সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। এক নম্বর গ্রুপে তাদের অন্য প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, বাছাই থেকে উঠে আসা ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্সআপ দল।
দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল মার্শ, ম্যাথু ওয়েড, অ্যাস্টন অ্যাগার, প্যাটা কামিন্স, মিচেল স্টার্ক, কেন রিচার্ডসন, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, মার্কাস স্টয়নিস, মিচেল সোয়েপসন, জশ ইংলিস।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।