![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2021/04/sp.jpg)
তাসকিন আহমেদ নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন। এবারের নিউজিল্যান্ড সিরিজে তাঁর বলে যত ক্যাচ পড়েছে, সেগুলো নিতে পারলে অনেক কিছুই অন্য রকমভাবে লেখা যেত। ব্যক্তিগতভাবেও তাসকিন আরও অনেক বেশি সাফল্য নিয়ে ফিরতে পারতেন, যে সাফল্য ভবিষ্যতে তাঁকে আত্মবিশ্বাস জোগাতে পারত, কিন্তু তা হয়নি। তাসকিন বলছেন, সুযোগের সদ্ব্যবহার করতে না পারার খেসারত দিয়েছে বাংলাদেশ। মূল্য চুকাতে হয়েছে অনেক বেশি করেই। একটা ‘ভুলে ভরা’ ‘ভুলে যাওয়ার’ সফর শেষ করল বাংলাদেশ।
![তাসকিনের বলেও অনেক ক্যাচ পড়েছে।](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2021-04%2F8485b36f-2e95-4c6d-bc92-ec5ff11dc248%2F73b99e89-4628-4e07-8aba-fd8e0b96937b.jpg?auto=format%2Ccompress)
আজ অকল্যান্ডে টেলিভিশন ধারাভাষ্যকার তাঁর সাক্ষাৎকার নিলেন। তাসকিনের দুর্ভাগ্য বোধ হয় ছুঁয়ে গেছে নিউজিল্যান্ডকেও। সেখানে ম্রিয়মাণ কণ্ঠে তাসকিন বলেছেন, মাঠে এত ভুল করে নিউজিল্যান্ডের মতো একটা বিশ্বমানের দলকে হারানো যাবে, এটা চিন্তা করা বাতুলতা, ‘আমরা মাঠে অনেক ভুল করেছি। অনেক ক্যাচ ফেলেছি। যখন কোনো দল নিউজিল্যান্ডের মতো একটা বিশ্বমানের দলের বিপক্ষে তাদেরই মাঠে খেলতে নামবে, তখন ওই সুযোগগুলো কাজে লাগাতে হবে। ক্যাচ ফেলে কখনোই নিউজিল্যান্ডের মতো দলকে হারানো যাবে না।’
![নিউজিল্যান্ড সফর যেন ‘ভুল, সবই ভুল’](https://images.prothomalo.com/prothomalo-bangla%2F2021-04%2F8ad4fc30-c020-49d7-837b-d1a2ba3033c2%2F8fc761e0-c94f-4f65-acea-c47d6f2c8d79.jpg?auto=format%2Ccompress)
নিউজিল্যান্ডের মাঠে এবারই প্রথম খেলছেন না তাসকিন। সে হিসাবে একটা অভিজ্ঞতা তাঁর হয়েছে। তবে বাংলাদেশের এই পেস তারকার মতে নিউজিল্যান্ডের মাঠে অনেক সময় ভালো বলেও ব্যাটসম্যানরা মেরে দেন অনায়াসেই, ‘নিউজিল্যান্ডের মাঠে, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচে এটা হয়। নিউজিল্যান্ডের মাঠগুলোর প্রায় সব কটিই এমন। মাঠের কিছু অংশের বাউন্ডারি ছোট। সুতরাং অনেক সময় ভালো বোলিং করেও বাউন্ডারি খেতে হয়। এটা বোলারদের জন্য খুব খারাপ ব্যাপার। তবে সব মাঠেই আলাদা আলাদা পরিকল্পনা করে নামতে হয়। মৌলিক বিষয়গুলোয় ভরসা রাখতে হয়।’
নেপিয়ারে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচে বৃষ্টির মধ্যে বোলিং করতে হয়েছে বোলারদের। তাসকিনের মতে, সেটি ছিল খুব কঠিন একটা পরিস্থিতি, ‘বিপিএলে মাঝেমধ্যে শীতের সময় শিশিরের কারণে ভেজা বলে বোলিং করতে হয়। নেপিয়ারের শেষ ম্যাচটিতে আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে বোলিং করতে হয়েছে। বৃষ্টি না থামার পরেও আমাদের খেলে যেতে হয়েছে। বোলারদের জন্য ওটা ছিল কঠিন পরিস্থিতি।’
তাসকিন কথাগুলো বলেছিলেন আজকের ম্যাচ শুরু হওয়ার আগে। অকল্যান্ডের শেষ ম্যাচটায় বাংলাদেশের ক্রিকেটাররা ভুল করলেন নিজেদের সঙ্গে প্রতিযোগিতা করেই। ম্যাচ শেষে কথা বলার সুযোগ পেলে তাসকিন নিশ্চয়ই বলতেন—বাংলাদেশের নিউজিল্যান্ড সফর যেন ‘ভুল, সবই ভুল, কেবলই ভুল।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।