ফের বাবা হলেন জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক রাজকন্যা।
শুক্রবার (২৯ এপ্রিল) ভোরে দ্বিতীয়বারের মতো খবরটি নিশ্চিত করেছেন এই ২৭ বছর বয়সী এ পেসার।
এদিন সকালে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে তাসকিন লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় আমি কন্যা সন্তানের বাবা হলাম। সবাই তার জন্য দোয়া করবেন। আমিন।’
ঈদের আগ মুহূর্তে এমন খুশির খবরে উচ্ছ্বসিত তাসকিনের অনুরাগীরা। সমর্থকরা তার পোস্টে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।