ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই থেকে টেস্ট শুরু ভারতের। তার আগে ভারতীয় দলের অনুশীলন নিয়ে অনিশ্চয়তা। একাধিক সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। করোনা আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলী। মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা হয়েছিল তাঁর। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানানো হয়েছে, এখন সুস্থ আছেন তিনি।
রবিচন্দ্রন অশ্বিনের করোনা হয়েছিল। সেই কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। গত সপ্তাহে ভারতীয় দল ইংল্যান্ড যায়। লন্ডন পৌঁছে জানা যায় করোনা আক্রান্ত বিরাট। সূত্রের খবর, মলদ্বীপে ঘুরতে গিয়ে করোনা আক্রান্ত হন তিনি। যদিও লন্ডনে বেশ কিছু সমর্থককে বিরাটের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল।
লেস্টারশায়ারের বিরুদ্ধে ২৪ জুন থেকে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ভারতের। সেই ম্যাচে বিরাটদের নাও খেলতে দেখা যেতে পারে। করোনা থেকে সেরে ওঠার পর ক্রিকেটারদের বেশি পরিশ্রম করানোর পক্ষপাতী নয় বোর্ড। সূত্রের খবর ভারতীয় দলের আরও অনেকের করোনা সংক্রমণ থাকতে পারে।
আইপিএলের পর ছুটি কাটাতে মলদ্বীপ গিয়েছিলেন বিরাট এবং তাঁর পরিবার। অনুষ্কা শর্মা এবং বিরাট সেখানকার ছবিও দিয়েছিলেন। ১৩ জুন তাঁরা দেশে ফিরেছিলেন। এর পর ১৬ জুন ইংল্যান্ড উড়ে গিয়েছিল ভারতীয় দল। সেই দলে ছিলেন বিরাটও।
তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।