টি-২০ এশিয়া কাপে কোচ থাকছেন না রাসেল ডমিঙ্গো। তার জায়গায় নিয়োগ দেয়া হয়েছে অস্ট্রেলিয়া প্রবাসী ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। ৪৬ বছর বয়সী কোচ শ্রীরামের সঙ্গে চুক্তি হয়ে গেছে বিসিবির।

দু-এক দিনের মধ্যেই কাজে যোগ দেবেন তিনি। যদিও এশিয়া কাপে প্রধান কোচের রোল পেতে জেমি সিডন্সও দৌড়ঝাঁপ করছেন।

তবে গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) সন্ধ্যায় বিসিবির একটি সূত্র জানিয়েছে, আইপিএলে কাজের অভিজ্ঞতা থাকায় শ্রীরামকেই প্রধান কোচ করা হবে। এশিয়া কাপ ভালো করলে বিশ্বকাপেও থাকবেন শ্রীরাম।

দীর্ঘ মেয়াদেও টি-২০ কোচ করা হতে পারে তাকে।অস্ট্রেলিয়া প্রবাসী শ্রীরাম ভারত জাতীয় দলে খেলেছেন। ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত ৮টি ওয়ানডে খেলেছেন তিনি।

অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে তার। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ ছিলেন শ্রীরাম। তামিলনড়ুর এ ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ।