দরজায় কড়া নাড়ছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ। সিরিজকে সামনে রেখে আগেই ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশে উড়াল দিয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের একাংশ। সিরিজ শুরুর আগে তিন ভাগে বিভক্ত হয়ে দেশ ছাড়ছেন ক্রিকেটাররা।
প্রথম ধাপে শুক্রবার সন্ধ্যায় দেশ ছেড়েছেন ছয় ক্রিকেটার। এরা হলেন- মাহমুদুল হাসান জয়, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা। দলের বাকিরা ৫ ও ৮ জুনের মধ্যে উইন্ডিজের উদ্দেশে যাত্রা করবেন।
চলতি বছরের শুরু থেকেই জাতীয় দলের পারফরম্যান্স খুব একটা ভালো যাচ্ছে না। বছরের শুরুতে নিউজিল্যান্ডের বিপক্ষে এক টেস্টে জয় ছাড়া শুধু আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। এ ছাড়া সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে বাজেভাবে হেরে মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। আসন্ন উইন্ডিজ সিরিজের মধ্য দিয়ে ঘুরে দাঁড়াতে চায় টাইগাররা। আর সে কারণেই সেখানকার কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে লম্বা সময় হাতে রেখেই দেশ ছাড়তে শুরু করেছে টাইগাররা।
দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের কাছে এমন আশাবাদই ব্যাক্ত করেন জাতীয় দলের ওপেনার মাহমুদুল হাসান জয়। তিনি বলেন, ‘আমি আসলে একটু অ্যাক্সাইটেড। কারণ ওয়েস্ট ইন্ডিজে এটা আমার প্রথম সফর। অনূর্ধ্ব-১৯ দলে পাইনি, জাতীয় দলের হয়েই প্রথম যাচ্ছি। কয়েক দিন আগেই যাচ্ছি। চেষ্টা করব কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে সেখানে ভালো কিছু করার।’ তিনি আরও বলেন, ‘সবারই ভালো করার প্রত্যাশা থাকে। নির্ভর করছে আমি কতটা প্রস্তুত। আর ভাগ্যের ওপরও নির্ভর করে।’
১৬ জুন প্রথম টেস্টের মধ্য দিয়ে শুরু হবে সিরিজের আনুষ্ঠানিকতা। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর ক্যারিবীয়দের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে
টাইগাররা।
টেস্ট স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন, মুমিনুল হক, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, ইবাদত হোসেন, খালেদ আহমেদ, রেজাউর রহমান, শহীদুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নুরুল হাসান।
ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক।
টি-টোয়েন্টি স্কোয়াড
মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক, নুরুল হাসান, ইয়াসির আলী, মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, শহীদুল ইসলাম, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর সূচি
১৬-২০ জুন, ১ম টেস্ট, অ্যান্টিগা, রাত ৮টায়
২৪-২৮ জুন, ২য় টেস্ট, সেন্ট লুসিয়া, রাত ৮টায়
২ জুলাই, ১ম টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১.৩০টায়
৩ জুলাই, ২য় টি-টোয়েন্টি, ডমিনিকা, রাত ১১.৩০টায়
৭ জুলাই, ৩য় টি-টোয়েন্টি, গায়ানা, রাত ১১.৩০টায়
১০ জুলাই, ১ম ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়
১৩ জুলাই, ২য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়
১৬ জুলাই, ৩য় ওয়ানডে, গায়ানা, সন্ধ্যা ৭.৩০টায়
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।