দীর্ঘ ১১ বছর পর ফের বাংলাদেশে এসেছেন টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্স। তবে এবার তিনি দুই বছরের চুক্তিতে জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করবেন।
দায়িত্ব বুঝে নিতে বুধবার বাংলাদেশে পা রেখেছেন সিডন্স। আর এসেই কাজ শুরু করে দিয়েছেন তিনি। চট্টগ্রাম পর্ব শেষে ঢাকায় ফিরে আসা বিপিএলের অষ্টম আসরের ম্যাচ দেখতে হাজির হয়ে গেছেন শের-ই-বাংলায়।
বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বনাম কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচের আগে মিরপুর শের-ই-বাংলায় দেখা গেছে সিডন্সকে। এসময় হাত নেড়ে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এই ম্যাচে অবশ্য জাতীয় দলের আরও এক সাবেক প্রধান কোচও ছিলেন। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বর্তমান কোচ স্টিভ রোডস। যাকে জাতীয় দল থেকে ছাঁটাই করা হয়েছিল।
কলমকথা/বি সুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।