শরিফুল ইসলাম ও নাসুম আহমেদের দারুণ বোলিংয়ের সুবাদে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অষ্টম আসরের চতুর্থ ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

গতকাল শনিবার (২২ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মাঠের লড়াইয়ে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে চট্টগ্রাম।

জবাবে তামিম ইকবালের টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি সত্ত্বেও ১৯.৫ ওভারে ১৩১ রানে গুটিয়ে যায় ঢাকা। নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয় পেল চট্টগ্রাম। তবে টানা দুই ম্যাচে হার দেখল ঢাকা। চট্টগ্রাম: ২০ ওভারে ১৬১/৮, ঢাকা: ১৯.৫ ওভারে ১৩১/১০, ফল: চট্টগ্রাম ৩০ রানে জয়ী।

কলমকথা/বি সুলতানা