পাকিস্তানের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অধিনায়ক বাবর আজম। আর টি-টোয়েন্টিতে বর্ষসেরার খেতাব জিতেছেন দলটির উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। এছাড়া মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ার খেতাবটিও পেয়েছেন ডানহাতি এ ব্যাটার। গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ৮টি ক্যাটাগরিতে বছরের সেরা ক্রিকেটারদের নাম ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সেখানে বাবর-রিজওয়ানের খেতাব ছাড়াও পুরস্কার পেয়েছেন তরুণ পেসার শাহীন শাহ আফ্রিদি। এ বছর ইমপ্যাক্টফুল পারফরম্যান্স অব দি ইয়ার খেতাব জিতেছেন তিনি। আর ইমার্জিং ক্রিকেটার হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র।
টি-টোয়েন্টির বর্ষসেরা রিজওয়ান মোস্ট ভেলুয়েবল ক্রিকেটার অব দি ইয়ারও হয়েছেন। আর টেস্টে বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন পেসার হাসান আলি। পাকিস্তানের মহিলা ক্রিকেটারদের মধ্যে বর্ষসেরা হয়েছেন নিদা দার।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।