সীমিত ওভারের সিরিজ খেলতে সিরিজ শুরুর ১০ দিন আগে আজ রোববার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সফরে এসেছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে তিন ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা।

সিরিজ শুরুর বেশ কিছুদিন আগে আসার কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবির কাছে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় তারা। বিসিবিও সে ডাকে সাড়া দেয়। তবে এই ক্যাম্পে থাকবেন না আফগানিস্তানের তারকা খেলোয়ার রশিদ খান।

এদিকে, আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো যথাক্রমে ২৩, ২৫ ও ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সবকটি ওয়ানডে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ মার্চ।