কমনওয়েলথ গেমস নারী ক্রিকেট প্রতিযোগিতার বাছাইপর্বে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। স্কটল্যান্ড নারী দলকে ৯ উইকেটের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছেন সালমা-মুর্শিদারা। টাইগ্রেসদের সামনে এবার শ্রীলঙ্কা পরীক্ষা। সোমবার এই দুই দলের লড়াইয়ে বিজয়ী দল খেলবে আগামী জুলাই-অগাস্টে বার্মিংহামে কমনওয়েলথ গেমসের মূল পর্বে।
চলমান ৫ দলের এই বাছাইপর্ব থেকে মাত্র একটি দলই সুযোগ পাবে মূল পর্বে। বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কাও টানা তিন ম্যাচে পেয়েছে বড় জয়। আজ রোববার (২৩ জানুয়ারি) কুয়ালালামপুরের কিনরারা অ্যাকাডেমি ওভালে প্রথমে ব্যাট করা স্কটিশ নারীদে ১৭.৩ ওভারে মাত্র ৭৭ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ২৮ বল বাকি থাকতে ও এক উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মেয়েরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।