সম্প্রতি বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল অবেদীন নান্নু এবং বোর্ডের প্রথম শ্রেণির ক্রিকেটের চুক্তিভুক্ত ক্রিকেটার আশরাফুল তাদের দুজনে গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দেন ও ব্যক্তিগত আক্রমণে বিব্রত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দায়িত্বশীল পর্যায়ে থেকে দুজনের এমন কর্মকাণ্ডে বিব্রত বিসিবি। ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘আশরাফুল যেহেতু বর্তমান খেলোয়াড় ও সাবেক একজন অধিনায়ক এবং যেহেতু এখনও খেলছে, আমি মনে করি সরাসরি এভাবে আক্রমণ করা ঠিক হয়নি।
আবার নির্বাচক কমিটি আমাদের অধীনে, আমাদের আওতায় আছে, কোনো বা কারও ব্যাপার নিয়ে এভাবে আক্রমণ করা… যেহেতু আপনি একটা পজিশন নিয়ে আছেন বোর্ডে, ওই জায়গা থেকে এমন কিছু না করাই ভালো ছিল। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা হয়েছে। বোর্ড সভাপতির সঙ্গে আলাপ করব এটা নিয়ে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।