টি-২০ বিশ্বকাপে বৃষ্টি এখন সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম। প্রতিপক্ষের চেয়েও বৃষ্টিকে বেশি ভয় পায় দলগুলো। বিশ্বকাপের সুপার টুয়েলভে শনিবার (২৯ অক্টোবর) দিনের একমাত্র ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ আসরের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা।

তবে সিডনির আবহাওয়া আজ ভালো থাকবে, এই খবর অন্তত স্বস্তি দিচ্ছে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডকে। বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হচ্ছে দুই দল। আবহাওয়া পূর্বাভাস বলছে, সিডনিতে বৃষ্টির সম্ভাবনা একেবারেই কম। শুরুতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে নিউজিল্যান্ড।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে কাগজে-কলমে ফেভারিটই ছিল কিউইরা। কিন্তু বেরসিক বৃষ্টি ভেস্তে দেয় ম্যাচটি। তবে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নেট রান রেটের কারণে গ্রুপে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লঙ্কানদের অবস্থান পাঁচে।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে হারালেও দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে উড়ে যায় শ্রীলঙ্কা। তবে নিউজিল্যান্ডকে আজ হারাতে পারলেই ভালো অবস্থানে চলে যাবে দাসুন শানাকার দল। ইনজুরিতে ছিটকে পড়া বিনুরা ফার্নান্দোর পরিবর্তে একাদশে ফিরতে পারেন আসিথা ফার্নান্দো।

দেখুন, বৃষ্টি সব এলোমেলো করে দিয়েছে। এখান থেকে একটা ম্যাচে পা হড়কালেই বিপদ। স্বস্তির কোনো সুযোগ নেই, কারণও নেই। শ্রীলঙ্কা দলটা ভয়ংকর।

টিম সাউদি

এদিকে নিউজিল্যান্ড আছে দুর্দান্ত ফর্মে। বোল্ট, সাউদি, স্যাটনার, ফার্গুসন বোলিংয়ে একজন যেন অন্যকে ছাড়িয়ে যেতে চান। অ্যালেন, কনওয়ে, উইলিয়ামসন, নিশাম এবারের আসরের অন্যতম ভয়ংকর ব্যাটিং লাইনআপ।

তবুও নিউজিল্যান্ডের ভয়টা অন্যখানে। কিউই পেসার টিম সাউদি বলেন, ‘দেখুন, বৃষ্টি সব এলোমেলো করে দিয়েছে। এখান থেকে একটা ম্যাচে পা হড়কালেই বিপদ। স্বস্তির কোনো সুযোগ নেই, কারণও নেই। শ্রীলঙ্কা দলটা ভয়ংকর।’