চলতি বিশ্বকাপের সুপার টুয়েলভে স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৮ বলে ফিফটি ৫৪ রান করে দ্রুততম ফিফটির নতুন রেকর্ড গড়েছেন পাকিস্তানের শোয়েব মালিক।
এদিকে পাকিস্তান সেমিফাইনাল গেলেও ভারতকে সুপার টুয়েলভ থেকেই বিদায় নিতে হয়েছে। তাই স্বভাবতই ভারতের দর্শকদের চলছে হৃদয়ের রক্তক্ষরণ। তবে শোয়েব মালিকের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন ভারতীয় টেনিস তারকা ও মালেকপত্নী সানিয়া মির্জা। মালিকের খেলা দেখে গ্যালারিতে বসেই দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় ভারতের এই স্বর্ণকন্যাকে।
গতকাল (৭ নভেম্বর) মালিকের ওই অসাধারন ইনিংসের পর স্কটল্যান্ডের বিপক্ষে ৭২ রানের বড় জয় পেয়েছে পাকিস্তান। ব্যাট দিয়ে দিন ইনিংসের একেবারে শেষদিকে রীতিমতো তাণ্ডব চালান পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক।
৪০ বছর ছুঁই ছুঁই ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার জামাই বল মাটিতেই ফেলতে দেননি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মাত্র ১৮ বলে ফিফটি তুলে নেন। শোয়েব মালিক যখন একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন তখন গ্যালারিতে বসে তাকে অভিনন্দন জানান স্ত্রী সানিয়া মির্জা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।