মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম হজে যাচ্ছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখা যাবে না তাকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে (বিসিবি) ছুটি চেয়ে আবেদন করা হলে এটি মঞ্জুর করা হয়। শনিবার (২১ মে) ক্রিকবাজকে বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘হ্যাঁ, ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছে না মুশফিক।

সে এবার হজে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’ আগামী ৬ জুন এ সফরের উদ্দেশ্যে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। সেখানে দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি ও তিন ওয়ানডে খেলবে টাইগাররা।