ক্রিজে এসেই ফজল হক ফারুকিকে কাভারে দারুণ চারে রানের খাতা খোলেন সাকিব আল হাসান। পরের বলেই হন এলবিডব্লিউ। জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। সঙ্গে সঙ্গে রিভিউ নেন সাকিব। বল আউট সাইড লেগে পিচ করায় বেঁচে যান বিশ্বসেরা অলরাউন্ডার।
বাংলাদেশ: ৬১/১ (১৪ ওভার)।
দুরন্ত লিটন, আউট তামিম
ফজল হক ফারুকির করা ইনিংসের নবম ওভার। ব্যাক অফ লেন্থে করা চতুর্থ বলে কবজির মোচড়ে স্কয়ার লেগে দারুণ চার হাঁকান লিটন। পরের বল ছেড়ে দিয়ে শেষ বলে দৃষ্টি নন্দন কাভার ড্রাইভে আবার চার। সতর্ক শুরু করা লিটনের ব্যাটে যেন আবার রানের ফোয়ারার আভাস। লিটন যখন এমন ব্যাটিংয়ে সৌন্দর্য ছড়াচ্ছিলেন অন্যদিকে সংগ্রাম করছিলেন তামিম। সেই ফারুকির বলেই ১১তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান। লেগ সাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ব্যাট-প্যাডের মধ্যে ফারাক থাকায় বল সোজা আঘাত হানে স্ট্যাম্পে। এই সিরিজে তিনবারই তামিমকে ফেরান ফারুকি। ক্রিজে লিটনের সঙ্গী হলেন সাকিব আল হাসান।
তামিম-লিটনে বাংলাদেশের সতর্ক শুরু
তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সতর্ক শুরু করেছে বাংলাদেশ। দুজনে দেখে শুনে খেলে সেট হওয়ার চেষ্টা করছেন। প্রথম ৬ ওভারে মাত্র ১টি চার আসে বাংলাদেশের। ইনিংসের দ্বিতীয় বলেই তামিমের পায়ে লাগে, যদিও রিভিউ নেয়নি আফগানিস্তান। তৃতীয় ওভারের তৃতীয় বলে লাগে লিটনের পায়ে, এবার রিভিউ নিলেও বিপক্ষে যায় আফগানিস্তানের।
অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষটিতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে তামিম ইকবালের দল। সোমবার (২৮ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সকাল ১১টায়। প্রথম দুটিতে টানা জিতে ইতিমধ্যে সিরিজ নিশ্চিত করে ফেলেছে স্বাগতিকরা।
বাংলাদেশ একাদশ: আগের একাদশ নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ।
তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
আফগান দলে এক পরিবর্তন
আফগানিস্তান দল একটি বদল এনেছে। ফরিদ আহমেদের জায়গায় একাদশে গুলবাদিন নাঈব।
আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমতুল্লাহ শহীদি, নাজিবুল্লাহ জাদরান, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ ও ফজলহক ফারুকি।
লক্ষ্য হোয়াইটওয়াশ
বাংলাদেশ এর আগে ১৫টি সিরিজে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে। এবার সংখ্যাটি বাড়ানোর লক্ষ্য স্বাগতিকদের। আফগানিস্তানের বিপক্ষে ২০১৬ সালে একটিই দ্বিপক্ষীয় সিরিজ খেলেছিল। সেটি ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার ৩-০ এর হাতছানি বাংলাদেশের সামনে।
নজরে সুপার লিগ
আইসিসি ওয়ানডে সুপার লিগের ম্যাচ হওয়ায় শেষ ম্যাচটাও বাংলাদেশের কাছে সমান গুরুত্বের। অনেক সময়ই সিরিজ জয়ের পর স্বস্তি চলে আসে। দল নিয়ে চলে পরীক্ষা-নিরীক্ষা। নিয়মিত ক্রিকেটারদের দেওয়া হয় বিশ্রাম। তবে বিশ্বকাপ সরাসরি খেলার লড়াইয়ে থাকা বাংলাদেশের ভাবনায় নেই সেসব।
ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে ওঠার হাতছানি
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে বাংলাদেশের ছয়ে ওঠার হাতছানি। ৯৩ পয়েন্ট নিয়ে পাকিস্তান এখন ছয়ে অবস্থান করছে। ভগ্নাংশ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে বাংলাদেশের অবস্থান সাতে। আফগানিস্তানকে শেষ ওয়ানডেতে হারাতে পারলে বাংলাদেশ দ্বিতীয়বার ওয়ানডে র্যাংকিংয়ে ছয়ে উঠে যাবে। রেটিং পয়েন্ট হবে ৯৪।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।