![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/01/88e3e4fb-9106-4c87-9f1d-83c5e94d78bd_wl.jpg)
মাউন্ট মঙ্গানুই টেস্টে বিজয়ের সুবাতাস পাচ্ছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে তিনটি রিভিউই নষ্ট করেছে টাইগাররা। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরসের খোরাক হয়েছেন মুমিনুল বাহিনী। চতুর্থ দিনের খেলা শেষে আজ মঙ্গলবার (৪ জানুয়ারি) সংবাদ সম্মেলনে এসে রিভিউ নেয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন লিটন কুমার দাস। তিনি জানান, একটা উইকেটের আশাতেই বারবার রিভিউ নিচ্ছিলেন তারা।
রিভিউ নিয়ে লিটন বলেন, ‘ না, আমরা বেশি উত্তেজিত ছিলাম না। প্রথমটার কথাই বলি, আমি যখন রিভিউ নিলাম, আমার মনে হয়েছিল নিশ্চিত আউট। দ্বিতীয়টা আমরা নেয়ার পর সফল হয়েছিলাম। কনওয়ের উইকেটটা। ওটাতে কিন্তু সাদমান, মিরাজ, শান্ত, রাব্বি, যারা সামনে ছিল, তাদের কল ছিল। আমি পেছনে থাকায় বুঝতে পারিনি ইনার এজ হয়েছিল।
এটা হয় অনেক সময়, কখনো রিভিউতে সফল হবেন, কখনো হবেন না। পরেরটায় মিরাজ আত্মবিশ্বাসী ছিল। প্রতিটা খেলোয়াড়ের দায়িত্ব ফিডব্যাক নেয়া। আমরা সেগুলো নেই। আমরা তো চাইছিলাম একটা উইকেট পডুক, এই জন্যই আমরা রিভিউয়ের সুযোগ নিয়েছি।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।