![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/02/88871cbe-8a6e-4147-82fc-8f1369557ecf_wl.jpg)
শুরুতেই সুনিল নারিনের ঝড়ো ইনিংসের পরও বড় সংগ্রহ গড়তে পারেনি কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে সাকিব আল হাসানদের ফরচুন বরিশালকে মাত্র ১৫২ রানের টার্গেট দিয়েছে কুমিল্লা।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুরের শেরে বাংলায় টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে ইমরুল বাহিনী। পুরো ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতে সমর্থ হয় কুমিল্লা। ম্যাচের শুরুতে সুনিল নারিনের ব্যাটিং তাণ্ডবে উড়ন্ত সূচনা পায় ইমরুল বাহিনী।
নারিন ২৩ বল খেলে ৫৭ রান করে আউট হওয়ার পর কুমিল্লার ব্যাটিংয়ে ধস নামে। ম্যাচটিতে প্রথম তিন ওভারেই ৪০ রান তোলে কুমিল্লা। কিন্তু ওপেনার সুনিল নারিন দলকে যে উড়ন্ত সূচনা এনে দেন সেটি ধরে রাখতে পারেননি ব্যাটাররা।
ফলে বড় সংগ্রহের আশা দেখালেও ব্যর্থ হয় দলটি। তবে শেষদিকে মইন আলির ৩৮ রান সম্মানজক স্কোর এনে দেয় কুমিল্লাকে। সাকিবদের বোলিং ফাঁদে পড়ে মাত্র ১৫১ রান সংগ্রহ করতে পেরেছে ইমরুলরা। শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নেমে প্রথম ওভারে বিনা উইকেটে ৪ রান সংগ্রহ করেছে বরিশাল।
কলমকথা/ বিসুলতানা
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।