![নারী আইপিএলে যাচ্ছেন সালমা](https://dailykolomkotha.com/wp-content/uploads/2022/05/Salma-khatun.jpg)
ট্রেইলব্লেজার্সের জার্সিতে সালমা খাতুন। ফাইল ছবি
ট্রেইলব্লেজার্সের জার্সিতে সালমা খাতুন। ফাইল ছবি
টুর্নামেন্টের গত আসরে টেইলব্লেজার্সের হয়ে খেলেছিলেন তারকা এই ক্রিকেটার। সে আসরে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাহানারা খাতুন জায়গা করে নিলেও আসন্ন আসরে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন তিনি।
নারী আইপিএল হিসেবে খ্যাত ভারতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জের চলতি বছরের আসরের জন্য ডাক পেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। টুর্নামেন্ট শুরু হবে চলতি মাসের ২৩ তারিখে।
আরো পড়ুন…
টুর্নামেন্টের গত আসরে টেইলব্লেজার্সের হয়ে খেলেছিলেন তারকা এই ক্রিকেটার। সে আসরে বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে জাহানারা খাতুন জায়গা করে নিলেও এবার একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ডাক পেয়েছেন তিনি।
টুর্নামেন্টে অংশ নিতে বোর্ডের অনুমতিপত্র তিনি পেয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে বোর্ডের পক্ষ থেকে। বিসিবির নারী বিভাগের ইনচার্জ তৌহিদ মাহমুদ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তৌহিদ বলেন, ‘এটা তো আমাদের ক্রিকেটারদের জন্য খুব বড় একটি সুযোগ। বোর্ড সবসময়ই এ বিষয়ে উৎসাহ প্রদান করে।
এরই মধ্যে সালমাকে ছাড়পত্র দেয়া হয়েছে। বাংলাদেশের হয়ে এবার ও একাই খেলতে যাচ্ছে। আর কারো নাম আমাদের কাছে আসেনি।’
তবে কোন দলের হয়ে সালমা খেলবেন সে বিষয়ে এখনও জানা যায়নি। ধারনা করা হচ্ছে সালমা তার আগের দল টেইলব্লেজার্সের হয়েই খেলবেন টুর্নামেন্টের এবারের আসর।
২০১৮ সালে মাত্র দুই দল নিয়ে টুর্নামেন্টটি যাত্রা শুরু করে। পরেরবার বিসিসিআই আরও একটি দল বাড়ায়। এখন পর্যন্ত তিন আসরের প্রথম দুটি জিতেছে সুপারনোভাস। সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ট্রেইলব্লেজার্স।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।