এত দিন ঘরোয়া ফুটবলে ম্যাচ ডে বলতে কিছু ছিল না। সাপ্তাহিক বন্ধের দিন প্রিমিয়ার লিগের ম্যাচ কমই থাকত। যে কারণে স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিও ছিল অনেক কম। মাঠে দর্শক ফেরাতে এবং ঘরোয়া প্রতিযোগিতা আকর্ষণীয় করতে এবার ইউরোপিয়ান স্টাইলে খেলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এখন থেকে শুক্র ও শনিবার হবে প্রিমিয়ার লিগের ম্যাচ। লিগের মাঝখানে মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফেডারেশন কাপের খেলা। শনিবার পেশাদার লিগ কমিটির সভায় প্রিমিয়ার লিগ, স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ নিয়ে সিদ্ধান্ত হয়।
আরোও পড়ুন:
ভারতের কানপুরে তীর্থযাত্রী বোঝাই ট্রাক্টর পুকুরে: নিহত ২৬
বিএনপির সংলাপের দ্বিতীয় দফা শুরু হচ্ছে আজ
যেভাবে চলবে নতুন ঘরোয়া মৌসুম-
* ৩-৭ নভেম্বর স্বাধীনতা কাপের বাছাই পর্ব। বিসিএল ও সার্ভিসেস দল নিয়ে হবে বাছাই।
* ১৩ নভেম্বর থেকে হবে স্বাধীনতা কাপের মূল পর্ব। বিপিএলের ১১ দলের সঙ্গে বাছাইয়ের ৫টি দল নিয়ে হবে চূড়ান্ত পর্ব।
* ৯ ডিসেম্বর ১১ দল নিয়ে শুরু হবে প্রিমিয়ার ফুটবল লিগ।
* শুক্র ও শনিবার হবে লিগের ম্যাচ। তার মধ্যে প্রতি মঙ্গলবার হবে ফেডারেশন কাপের ম্যাচ।
* চলতি বছরের ২০ ডিসেম্বর শুরু হয়ে ২০২৩ সালের ১৮ জুলাই পর্যন্ত চলবে ফেডারেশন কাপ।
* স্পন্সর পেলে ২০২৩ সালের ২-১৩ এপ্রিল হবে কোটি টাকার সুপার কাপ
* ছয় দল খেলবে সুপার কাপে। প্রিমিয়ার লিগের সেরা চার দলের সঙ্গে বাকি দুটি দলকে বাছাই পর্ব খেলে আসতে হবে।
* ৮ অক্টোবর শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রিমিয়ার লিগের দলবদল।
* প্রতিটি ক্লাব পাঁচ বিদেশি ফুটবলার রেজিস্ট্রেশন করতে পারবে। তবে মাঠে খেলবে চার ফুটবলার।
* প্রিমিয়ার লিগে অবনমন হবে দুই দলের, প্রমোশনও হবে সমান দলের।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।