![](https://dailykolomkotha.com/wp-content/uploads/2023/07/image-238786-1689926154.jpg)
কিলিয়ান এমবাপ্পে থাকতে চান না প্যারিস সেন্ট জার্মেইতে। আগামী বছরের জুন পর্যন্ত তার বর্তমান চুক্তি। এরপরই রিয়াল মাদ্রিদে তার যাওয়ার গুঞ্জন চলছে। তবে পিএসজি তাকে রেখে দিতে চায়।
শেষ চেষ্টা হিসেবে তারা ১ বিলিয়ন ইউরোতে ১০ বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে ফরাসি ফরোয়ার্ডকে। ডিফেন্সা সেন্ট্রাল এক প্রতিবেদনে জানায়, এমবাপ্পেকে এই অভাবনীয় চুক্তির প্রস্তাব দিয়েছে পিএসজি।
বিশ্বকাপ জয়ী তারকা এই চুক্তিতে সই করলে ৩৪ বছর পর্যন্ত ক্লাবে থাকবেন। আজীবনের চুক্তি হিসেবেও ধরা হচ্ছে একে। আর ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ক্রীড়া চুক্তি হতে যাচ্ছে এটি।
অবশ্য এমবাপ্পে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, টাকা পয়সা তাকে উদ্বুদ্ধ করবে না। রিয়ালে গিয়ে সম্ভাব্য সব ট্রফি জেতার বাসনা তার। পিএসজিও এমবাপ্পেকে জানিয়ে দিয়েছে, হয় তিনি নতুন চুক্তি করবেন নয়তো এই মৌসুমে তাকে বেচে দেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।