ফরিদপুরের মধুখালীতে ঘোপঘাট ফুটবল মাঠ ও এলাকার যুব সমাজের যৌথ আয়োজনে ৪দলীয় ঘোপঘাট ফুটবল মাঠ গোল্ডকাপ ফুটবল টুর্ণামেেেন্টর উদ্বোধন করা হয়েছে।
২ অক্টোবর রোববার বিকেলে ঘোপঘাট ফুটবল মাঠে উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি ও বাগাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বদিউল আলম ফিরোজের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হেসেবে খেলা উদ্বোধন ও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম,বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও মেগচামী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যার বীরমুক্তিযোদ্ধা মোঃ খুরশিদুল আলম,বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান খান, শেখ মোঃ জালাল উদ্দিন, ঘোপঘাট ফুটবল মাঠ কমিটির সভাপতি মোঃ মোর্শেদ মীর ও সাধারন সম্পাদক মোঃ সবুজ শেখসহ প্রমুখ। খেলার প্রধান অতিথি বেলুন ও পায়রা উড়িয়ে খেলা উদ্বোধন করেন।
উদ্বোধনী খেলায় যশোর জেলা ফুটবল একাদশ বনাম রাজবাড়ী জেলা ফুুটবল একাদশ খেলায় অংশ গ্রহন করে।
যশোর জেলা ফুটবল একাদশ দল ২-০ গোলে রাজবাড়ী জেলা ফুুটবল একাদশকে পরাজিত করে। যশোর জেলা ফুটবল একাদশ দল ফাইনাল খেলায় অংশ গ্রহন করবে। খেলায় ১ম ভাগে যশোর জেলা ফুটবল একাদশ দলের ১ম গোলটি করেন সাব্বির হোসেন জার্সি নং ৬।
খেলার শেষ মুহুর্তে ২য় গোলটি করেন যশোর জেলা ফুটবল একাদশ দলের হয়ে খোকা বাবু জার্সি নং ১০।
খেলা পরিচালনা করেন আবুল বাশার মিয়া। সহকারী হিসেবে ছিলেন সবুজ ও মনিরুল। খেলায় শত নারী পুরুষ খেলা উপভোগ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।