নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করেছেন রূপগঞ্জ উপজেলার ইউএনও শাহ নুসরাত জাহান । উপজেলার সরকারি মুড়াপাড়া কলেজ মাঠে এ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করেন তিনি।
এসময় ইউএনও শাহ নুসরাত জাহান বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকান্ড থেকে যুবকদের ফিরিয়ে আনতে হলে খেলাধুলার বিকল্প নেই।
যুবকরা যাতে খেলাধুলা করতে পারে তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ (অনূর্ধ্ব -১৭) ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হলো।
এই টুর্ণামেন্ট এর মাধ্যমে আশা করি যুবকরা আবারও খেলাধুলায় ফিরে আসবে। উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদ ও দুটি পৌরসভা নিয়ে এই টুর্ণামেন্ট সাজানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আক্তার নিলা, সার্ভেয়ার মশিউর রহমান, আঃ খালেক, সাংবাদিক শহীদুল্লাহ গাজী প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।