হতাশায় ঘেরা মৌসুমে অন্তত একটা লক্ষ্য পূরণ হলো জুভেন্টাসের। আতালান্তাকে হারিয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল তুরিনের ক্লাবটি।
 
 
এটা ছিল তুরিনের ওল্ড লেডিদের রেকর্ড ১৪তম কোপা ইতালিয়ার শিরোপা জয়। অন্যদিকে কোচ আন্দ্রেয়া পিরলোর প্রথম শিরোপা।
 
 
বুধবার ফাইনালে রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে ২-১ গোলে জিতেছে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নরা।
 
ফাইনালে ৩১ মিনিটের মাথায় লিড নেয় জুভেন্টাস। এ সময় দিয়ান ক্লুসেভেস্কি গোল করে এগিয়ে নেন দলকে। তবে ১০ মিনিটের বেশি এগিয়ে থাকতে পারেনি তারা। ৪১ মিনিটের মাথায় আটালান্টার রুসলান মালিনোভাস্কি গোল করে সমতা ফেরান। আর ১৯৬৩ সালের পর প্রথম কোপা ইতালিয়ার শিরোপা জয়ের লড়াইয়ে টিকিয়ে রাখেন দলকে।
 
 
তবে বিরতির পর ৭৩ মিনিটে জুভেন্টাসের ফেদেরিকো চিসে গোল করে আবার এগিয়ে নেন দলকে। এটা ছিল চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় তার ১৩তম গোল। শেষ পর্যন্ত তার গোলেই জুভেন্টাসের জয় নিশ্চিত হয়। নিশ্চিত হয় শিরোপা জয়।