ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ‘অনূর্ধ্ব-১৭ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মে) বিকেলে পৌর শহরের ঈশ্বরগঞ্জ শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ টুর্নামেন্টর উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলা তারুন্দিয়া ইউনিয়ন বনাম সরিষা ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। এসময় মঞ্চে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস ছাত্তার কমান্ডার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েম, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) তৌহিদ আহমেদ, তারুন্দিয়া ইউপি চেয়ারম্যান হাসান মাহমুদ রানা, সরিষা ইউপি চেয়ারম্যান একরাম হোসেন ভূঁইয়া, উপজেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক একে এম হারুন অর রশীদ প্রমুখ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।