ফুটবল দুনিয়ার মহাতারকা লিওনেল মেসিকে বিভিন্ন সময়ে বিজ্ঞাপনে দেখা গেলেও এবার তাকে দেখা যাবে অভিনেতা হিসেবে। আর্জেন্টিনার একটি জনপ্রিয় টিভি সিরিজে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করছেন এই ফুটবলার।
মেসিকে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর থেকে শুরু করে খাবারের বিজ্ঞাপনে দেখা গেলেও, এর আগে অভিনয়ে দেখা যায়নি। সমর্থকরা যেভাবে তাকে দেখে অভ্যস্ত তার চেয়ে পুরো ভিন্ন রূপে হাজির হবেন ফুটবলের এই জাদুকর।
ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট মার্কা জানায়, ল্যাটিন আমেরিকার টেলিভিশন সিরিজ লস প্রটেক্টরেসের দ্বিতীয় সিজনে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন মেসি। তাকে যে দৃশ্যে দেখা যাবে সেটির শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। মেসিকে দেখা যাবে আগামী বছর।
সিরিজে কাজের সময়ের একটি ভিডিও প্রকাশ করেছেন পরিচালক মার্কোস কানেভালে নিজেই। সিরিজের গল্পটা তিনজন ফুটবল এজেন্টকে ঘিরে। ড্রামা ঘরানার সিরিজটি শুটিং করা হয়েছে আর্জেন্টিনার বুয়েনোস আইরেসসহ বিভিন্ন জায়গায়।
তবে মেসির জন্য বিশেষভাবে প্যারিসে শুট করেছে প্রযোজক দল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।